✳️ ভারতের বিখ্যাত ব্যাক্তিদের উপনাম:-
🔰🔰Arihant General Knowledge 2021 PDF👇
বিভিন্ন সরকারি পরীক্ষায় ভারতের বিখ্যাত ব্যাক্তিদের উপনাম থেকে প্রশ্ন আসে।
1. মোহনদাস করমচাঁদ গান্ধী 🔰 বাপুজি,🔰 জাতির জনক মহাত্মা গান্ধী
2. সুভাষচন্দ্র বসু🔰 নেতাজি 🔰,দ্য স্প্রিং টাইগার
3. জহরলাল নেহেরু🔰 চাচাজি 🔰পন্ডিত জি
4. বল্লভ ভাই প্যাটেল 🔰 ভারতের বিসমার্ক
5. লাল বাহাদুর শাস্ত্রী 🔰শান্তির মানুষ
6. ভীমরাও আম্বেদকর 🔰বাবাসাহেব
7. জয়প্রকাশ নারায়ণ🔰 লোক নায়ক
8. বালগঙ্গাধর তিলক🔰 লোকমান্য🔰 মারাঠা কেশরী
9. লালা লাজপত রায় 🔰পাঞ্জাবের সিংহ
10. রঞ্জিত সিং🔰 পাঞ্জাব কেশরী
11. চিত্তরঞ্জন দাস 🔰দেশবন্ধু
12. যতীন্দ্রমোহন সেনগুপ্ত🔰 দেশপ্রিয়
13. গোপালকৃষ্ণ গোখলে🔰 মহামতি
14. মদনমোহন মালব্য 🔰মহামান্য
15. রবীন্দ্রনাথ ঠাকুর 🔰কবিগুরু 🔰গুরুদেব
16. রাজা রামমোহন রায় 🔰ভারত পথিক ভারতের🔰 প্রথম আধুনিক মানুষ
17. সূর্যসেন 🔰মাস্টারদা
18. আশুতোষ মুখোপাধ্যায়🔰 বাংলার বাঘ
19. মীর নিসার আলী🔰 তিতুমীর
20. নরেন্দ্রনাথ দত্ত🔰 বিবেকানন্দ
21. সরোজনী নাইডু 🔰ভারতের নাইটিঙ্গেল
22. ইন্দিরা গান্ধী🔰 প্রিয়দর্শিনী🔰 ভারতের লৌহ মানবী🔰 এশিয়ার মুক্তি সূর্য
23. সেলিম 🔰জাহাঙ্গীর
24. জালাল উদ্দিন মুহাম্মদ 🔰আকবর
25. নাসির উদ্দিন মোহাম্মদ 🔰হুমায়ুন
26. জহির উদ্দিন মোহাম্মদ🔰 বাবর
27. ফরিদ খাঁ 🔰শেরশাহ
28. গৌতম বুদ্ধ 🔰এশিয়ার আলো
29. হোসেন শাহ 🔰বাংলার আকবর
30. ইলতুৎমিস🔰 সুলতানি আজম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন