Brain Wash

সমস্ত রকম সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Ad Code

LightBlog

Breaking

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জুন ১৭, ২০২১

GK/GS Important Question

📖 GK/GS Important Question 📖 ============================ 🔹 Which mineral is used to make the Plaster of Paris? ➨ Gypsum 🔹 The most spoken language in the world is? ➨ Mandarin 🔹 Ricket is caused due to the deficiency of which vitamin? ➨ Vitamin-D 🔹 Which is the only continent through which all longitude lines passes? ➨ Antarctica 🔹 The first indigenous civilian aircraft of India is? ➨ Saras 🔹 Who was also known as the 'Saint of the Gutters'? ➨ Mother Teresa 🔹 Oldest mountain range in India is? ➨ Aravali range 🔹 The capital of USA, Washington D. C. is located on the banks of which river? ➨ Potomac 🔹 Highest mountain peak of North America is? ➨ Mount McKinley 🔹 Which hormone is also known as Emergency hormone? ➨ Adrenaline 🔹 How many bones are there in the adult human skeleton? ➨ 206 bones
জুন ১৭, ২০২১

Agricultural Revolution in India

☑️ Agricultural Revolution in India ☑️ ================================ 🔹 Black revolution➖Petroleum production 🔹 Brown revolution➖Leather production 🔹 Blue revolution➖Fish production 🔹 Evergreen revolution➖Over all Agricultural Development 🔹 Green revolution➖Food grains 🔹 Golden revolution➖Horticulture/Fruits/Honey 🔹 Golden Fibre revolution➖Jute production 🔹 Grey revolution➖Fertiliser 🔹 Pink revolution➖Onion production/Drugs & Pharmaceuticals/Prawn production 🔹 Rainbow revolution➖Agricultural production 🔹 Red revolution➖Meat and Tomato production 🔹 Round revolution➖Potato production 🔹 Silver revolution➖Egg/poultry production 🔹 Silver Fiber revolution➖Cotton production 🔹 White revolution➖Milk production 🔹 Yellow revolution➖Oilseeds production

সোমবার, ১৪ জুন, ২০২১

জুন ১৪, ২০২১

ভৌত বিজ্ঞানের 50 টি প্রশ্ন উত্তর পর্ব 1

 সুপ্রিয় বন্ধুরা

বিভিন্ন সরকারি পরীক্ষার ভৌত বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন আসে সে রকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই PDF টি প্রকাশ করা হয়েছে। পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন---



1. কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই ? ✅সাধারণ হাইড্রোজেন

2. পরমাণুর সবচেয়ে ভারী কনা কোনটি?✅ নিউট্রন

3. পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? ✅ইলেকট্রন

4. আইসোটোপ নেই এমন একটি পরমাণুর নাম কী?✅ সোডিয়াম

5. কোন পরমাণুতে কেন্দ্র কোন আকৃতি ধরে রেখেছে কোন বল? ✅নিউক্লিয় বল

6. কোন মৌলের সক্রিয় বা মূলগত ধর্ম কোনটি?✅ পারমাণবিক সংখ্যা

7. কোনটি বেশি সুস্থিত?✅ আয়ন

8. পরমাণুর মৌলিক কণা গুলির নাম কি ?✅প্রোটন নিউট্রন ইলেকট্রন

9. কোন পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করেন? ✅পারমাণবিক সংখ্যার উপর

10. বয়েলের সূত্রের ধ্রুবক কোনগুলি ?✅গ্যাসের উষ্ণতা ও ভর

11. চার্লসের সূত্রের ধ্রুবক কী কী ?✅গ্যাসের চাপ ও ভর

12. 30 ডিগ্রী সেন্টিগ্রেড এবং 300 কেলভিন এর মধ্যে কোন তাপমাত্রায় বেশি?✅ 30 ডিগ্রী সেন্টিগ্রেড

13. পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত ?✅273 কেলভিন

14. পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত?✅ আয়তন শূন্য

15. উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক এর মান কত?✅ 300 কেলভিন

16. গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?✅ ম্যানোমিটার

17. বায়ুমণ্ডলীয় চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?✅ ব্যারোমিটার

18. উষ্ণতায় কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটি মৌলিক? ✅কেলভিন

19. একটি গ্যাসীয় মৌলের নাম করো যার অনু-পরমানু সমার্থক ?✅হিলিয়াম

20. একটি যৌগিক অণুর উধারণ দাও?✅ জলের অনু

21. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অনু না পরমাণু? ✅পরমাণু

22. কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ একই হবে?✅ - 40 ডিগ্রি 

23. ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রী?✅212 ডিগ্রী ফারেনহাইট

24. ডাক্তারি থার্মোমিটারে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? ✅98.4 ডিগ্রী ফারেনহাইট

25. মানবদেহের স্বাভাবিক উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত?✅ 36.9 ডিগ্রী সেন্টিগ্রেড

26. কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?🔰 জলের

27. এস আই পদ্ধতিতে তাপের একক কী?🔰 জুল

28. 0 ডিগ্রী C এবং 0 ডিগ্রী ফ এর মধ্যে কোনটি বেশি?✅ 0 ডিগ্রী সলভ তাপমাত্রা

29. বিবর্ধক কাচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? ✅উত্তল লেন্স

30. একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো? ✅ইউরেনিয়াম

31. তেজস্ক্রিয়তার এস আই একক কী?🔰 বেকারেল

32. মেন্ডেলিফ কোন মৌলকে দুষ্ট মৌল বলে অভিহিত করেছেন ?✅হাইড্রোজেন

33. দুটি সন্ধিগত মৌলের নাম বলো ?✅আয়ন ও কোবাল্ট

34. দুটি তেজস্ক্রিয় মৌলের নাম বলো?✅ রেডিয়াম অ্যাক্টিনিয়াম

35. হাইড্রোজেন মৌল গুলির মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক কোনটি?✅ ফ্লোরিন

36. ক্যালসিয়াম অক্সাইড কি জাতীয় যৌগ?✅ তড়িৎযোজী যৌগ

37. জারক ও বিজারক উভয় গ্রুপের ক্রিয়া করতে সক্ষম পদার্থের নাম বলো? ✅সালফার ডাই অক্সাইড

38. একটি তরল জারক পদার্থের নাম লেখো? ✅নাইট্রিক অ্যাসিড

39. একটি তরল বিজারক পদার্থ নাম লেখো? ✅নাইট্রাস এসিড

40. একটি জারক গ্যাসের নাম বলো ?✅অক্সিজেন

41. একটি বিজারক গ্যাসের নাম ?✅হাইড্রোজেন সালফাইট

42. একটি গ্যাসের মধ্যে জারণ ও বিজারণ অভিধর্ম বর্তমান নাম কী ?✅হাইড্রোজেন

43. সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ টির নাম কী?✅ ফ্লোরাইড আয়ন

44. একটি বিষাক্ত বিজারক গ্যাসের নাম বলো? ✅কার্বন মনোক্সাইড

45. একটি অধাতু তড়িৎ পরিবাহীর নাম লেখো?✅ গ্রাফাইট

46. যে যন্ত্রের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ককী বলে?✅ ভোল্ট মিটার

47. একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো?✅ অ্যাসিটিক অ্যাসিড

48. স্বর্ণকারের দোকান থেকে কোন গ্যাস নির্গত হোয়েন বায়ুমন্ডলকে দূষিত করে ?✅নাইট্রোজেন ডাই অক্সাইড 

49. মিউরিয়েটিক এসিডের সংকেত বলো?✅ HCL

50. একটি অজারক এসিডের নাম বলো? ✅হাইড্রোক্লোরিক অ্যাসিড

PDF Link Download PDF

আমাদের টেলিগ্রাম চ্যানেল Click Here

📌📌 ইতিহাসের 900 টি প্রশ্ন উত্তর পিডিএফ Click Here





শনিবার, ১২ জুন, ২০২১

জুন ১২, ২০২১

GK Practice Set 1 Important for Government examination preparation

 যারা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা সব নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমাদের সমস্ত মকটেস্ট অংশগ্রহণ করুন।


📌 সর্বভারতীয় কৃষক সভা কবে প্রতিষ্ঠিত হয়?

🔰1936

📌 কবে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়?

🔰1802

3. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত?

🔰দার্জিলিং 

📌 পশ্চিমবঙ্গে মোট কতগুলি মহাকুমা আছে?

🔰66


📌 কবে থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর বিশিষ্ট হয়েছে?

1983

📌 পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলার নাম কি?

🔰পুরুলিয়া

📌 পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন?

🔰জ্যোতি বসু

📌 খেদা সত্যাগ্রহ কে নেতৃত্ব দিয়েছিলেন?

🔰গান্ধীজী

📌 আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম বল?

🔰ফ্লোরিন- 

📌কস্টিক সোডার রাসায়নিক নাম কি?

🔰সোডিয়াম হাইড্রোক্সাইড 

📌 দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি কার রচনা ?

🔰ওয়াল্টার লিপম্যান 



শুক্রবার, ১১ জুন, ২০২১

জুন ১১, ২০২১

Quize 6 , Mock Test 6 All government job exam preparation

সুপ্রিয় বন্ধুরা 🖋️
সকল প্রকার সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতেন আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। Quiz Application

you'll have 15 second to answer each question.

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

আশা করি এই মক টেস্ট গুলো খুবই উপকারী হবে।


📌 কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ লিংক------
🔰 ইতিহসের 900 টি প্রশ্ন উত্তর Click Here
🔰 static GK practice set Click Here

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

জুন ১০, ২০২১

বিভিন্ন খেলোয়াড়দের আত্মজীবনী

 সুপ্রিয় বন্ধুরা,,

 বিভিন্ন চাকরির পরীক্ষায় আত্মজীবনী থেকে প্রশ্ন আসে তাই এবার বিভিন্ন খেলোয়ারদের আত্মজীবনীর নাম এর পিডিএফ প্রদান করলাম। পিডিএফটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।



🔰 Download PDF Click Here


এছাড়া আরো কিছু পিডিএফ লিংক নিচে দেওয়া হল-

📌📌Kiran 8900 + Maths Book PDF👇👇👇Download PDF

🔰ইতিহাসের 900 টি প্রশ্ন উত্তর Download PDF

🔰আন্তজার্তিক বিমান বন্দর Click Here


মঙ্গলবার, ৮ জুন, ২০২১

জুন ০৮, ২০২১

English grammar degree for government job

 সুপ্রিয় বন্ধুরা🖋️

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন আসে তাই ডিগ্রী নিয়ে একটু বাড়ানো হয়েছে। যেটা তোমাদের সকলের প্র্যাকটিস করা দরকার। আশা করছি ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে সবাই। বিজ্ঞেস্ট ডাউনলোড করতে ডাউনলো্ড বাটনে ক্লিক করুন।



Click Here Download

Telegram Channel Click Here

ইতিহাসের 900 টি প্রশ্ন উত্তর Click Here

সোমবার, ৭ জুন, ২০২১

জুন ০৭, ২০২১

900- One liner History Question-Answer (Bangla Version)

 🔰 সমস্ত রকম পরীক্ষায় উপযোগী ইতিহাসের 900 টি প্রশ্নোত্তর নিয়ে আজকের পিডিএফ পরিবেশন করা হলো। পিডিএফ টি সম্পূর্ণ হাতের লেখা। সমস্ত রকম পরীক্ষার স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিযুক্ত হন।

Telegram Channel Click Here

পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং নিয়মিত স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ।

PDF Download Link Download PDF

         


Static GK Click Here

জুন ০৭, ২০২১

Folk Dances in India - Exam Preparation

 


Folk Dances in India


•Haryana

•-Jhumar, Phag, Daph, Dhamal, Loor, Gugga, Khor.


•Himachal Pradesh

•-Jhora, Jhali, Chharhi, Dhaman, Chhapeli, Mahasu


•Jammu and Kashmir

•-Rauf, Hikat, Mandjas, Kud Dandi Nach


•Jharkhand

•-Alkap, Karma Munda, Agni, Jhumar, Janani Jhumar, Mardana Jhumar, Paika, Phagua


•Karnataka

•-Yakshagana, Huttari, Suggi, Kunitha, Karga


•Kerala

•-Ottam Thullal, Kaikottikali


•Maharashtra

•-Lavani, Nakata, Koli, Lezim, Gafa, Dahikala Dasavtar


•Madhya Pradesh

•-Jawara, Matki, Aada, Khada Nach, Phulpati, Grida Dance, Selalarki, Selabhadoni


•Manipur

•-Dol Cholam, Thang Ta, Lai Haraoba, Pung Cholom


•Mizoram

•-Cheraw Dance, Khuallam, Chailam, Sawlakin, Chawnglaizawn, Zangtalam


•Nagaland

•-Rangma, Bamboo Dance, Zeliang


•Odisha

•-Savari, Ghumara


•Punjab

•-Bhangra, Giddha.


•Rajasthan

•-Ghumar, Chakri, Ganagor, Jhulan 


•Sikkim

•-Chu Faat,  the Snow Lion, Yak Chaam


•Tamil Nadu

•-Kumi, Kolattam, Karagattam


•Tripura

•-Hojagiri


•Uttar Pradesh

•-Nautanki, Raslila, 


•Uttarakhand

•-Garhwali, Raslila

জুন ০৭, ২০২১

সাধু ভাষা কাকে বলে এর বৈশিষ্ট্য গুলো কী কী? বাংলা ভাষার ইতিহাস

 🔰 সাধু ভাষা কাকে বলে এর বৈশিষ্ট্য গুলো কী কী?

বাংলা ভাষার ইতিহাস

✅বাংলা গদ্য কি মূলত দুই ভাগে ভাগ করা যায় যথা সাধু ও চলিত।

বস্তুত ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষিত সংস্কৃত পণ্ডিত ব্যাক্তিত্বের হাতে বাংলা গদ্যের যে শাখাটি সাহিত্যের প্রধান মাধ্যম হয়ে ওঠে তাকে সাধু ভাষা বলা হয়ে থাকে।

✴️ সাধু শব্দের অর্থ সৎ বা অসৎ ব্যক্তি। বলাবাহুল্য যে শিক্ষিত মানুষের লেখ রীতির উপর ভিত্তি করে এই ভাষাটি গড়ে ওঠে।

 সাধুভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থ 1815 সালে।

,☀️ বৈশিষ্ট্য-

1. সাধু ভাষায় সংস্কৃত অনুসারী তৎসম শব্দ সমাস ও সন্ধি বদ্ধ পদ এর আলংকারিক শব্দের ব্যবহার বেশি দেখা যায়। যেমন "এতদ্বি বিষয়ে"।

2. সাধু ভাষায় প্রাচীন অব্যয় এর পূর্ণরূপ দেখা যায় যেমন "নচেৎ"।

3. সাধু ভাষায় বাক্য রচনা ক্ষেত্রে সুনির্দিষ্ট রীতি মেনে চলা হয় অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া সঠিক ভাবে ব্যবহৃত হয়।

4. এই ভাষায় যৌগিক ক্রিয়া পদের ব্যবহার দেখা যায় বেশি ।যেমন আহার করা , উপনয়ন করা।

5. এই ভাষায় আঞ্চলিক শব্দ ও প্রবাদ প্রবচনের ব্যবহার কম দেখা যায়।

6. সাধু ভাষায় সর্বনাম এর পূর্ণরূপ এর ব্যবহার দেখা যায় ।যেমন তাহাদের আমাদিগের যাহাদের।

শনিবার, ৫ জুন, ২০২১

জুন ০৫, ২০২১

ভারতের বিখ্যাত ব্যাক্তিদের উপনাম

 ✳️ ভারতের বিখ্যাত ব্যাক্তিদের উপনাম:-


🔰🔰Arihant General Knowledge 2021 PDF👇 

Download PDF

বিভিন্ন সরকারি পরীক্ষায় ভারতের বিখ্যাত ব্যাক্তিদের উপনাম থেকে প্রশ্ন আসে।

1. মোহনদাস করমচাঁদ গান্ধী 🔰 বাপুজি,🔰 জাতির জনক মহাত্মা গান্ধী

2. সুভাষচন্দ্র বসু🔰 নেতাজি 🔰,দ্য স্প্রিং টাইগার

3. জহরলাল নেহেরু🔰 চাচাজি 🔰পন্ডিত জি

4. বল্লভ ভাই প্যাটেল 🔰 ভারতের বিসমার্ক

5. লাল বাহাদুর শাস্ত্রী 🔰শান্তির মানুষ

6. ভীমরাও আম্বেদকর 🔰বাবাসাহেব

7. জয়প্রকাশ নারায়ণ🔰 লোক নায়ক

8. বালগঙ্গাধর তিলক🔰 লোকমান্য🔰 মারাঠা কেশরী

9. লালা লাজপত রায় 🔰পাঞ্জাবের সিংহ

10. রঞ্জিত সিং🔰 পাঞ্জাব কেশরী

11. চিত্তরঞ্জন দাস 🔰দেশবন্ধু

12. যতীন্দ্রমোহন সেনগুপ্ত🔰 দেশপ্রিয়

13. গোপালকৃষ্ণ গোখলে🔰 মহামতি

14. মদনমোহন মালব্য 🔰মহামান্য

15. রবীন্দ্রনাথ ঠাকুর 🔰কবিগুরু 🔰গুরুদেব

16. রাজা রামমোহন রায় 🔰ভারত পথিক ভারতের🔰 প্রথম আধুনিক মানুষ

17. সূর্যসেন 🔰মাস্টারদা

18. আশুতোষ মুখোপাধ্যায়🔰 বাংলার বাঘ

19. মীর নিসার আলী🔰 তিতুমীর

20. নরেন্দ্রনাথ দত্ত🔰 বিবেকানন্দ

21. সরোজনী নাইডু 🔰ভারতের নাইটিঙ্গেল

22. ইন্দিরা গান্ধী🔰 প্রিয়দর্শিনী🔰 ভারতের লৌহ মানবী🔰 এশিয়ার মুক্তি সূর্য

23. সেলিম 🔰জাহাঙ্গীর

24. জালাল উদ্দিন মুহাম্মদ 🔰আকবর

25. নাসির উদ্দিন মোহাম্মদ 🔰হুমায়ুন

26. জহির উদ্দিন মোহাম্মদ🔰 বাবর

27. ফরিদ খাঁ 🔰শেরশাহ

28. গৌতম বুদ্ধ 🔰এশিয়ার আলো

29. হোসেন শাহ 🔰বাংলার আকবর

30. ইলতুৎমিস🔰 সুলতানি আজম


জুন ০৫, ২০২১

Static GK Important Questions


 

🔰 Static GK Important Questions 🔰.

=========================


🔸 What is the currency of Argentina?

➖ Peso


🔸 What is the capital of Denmark?

➖ Copenhagen


🔸 Parliament of Russia is called?

➖ Duma


🔸 National Emblem of Australia is?

➖ Kangaroo


🔸 Old name of Sri Lanka is?

➖ Ceylon


🔸 Which country is known as City of Seven Hills?

➖ Rome


🔸 Boundary line between North Korea and South Korea is called?

➖ 38th parallel


🔸 International Women's Day is celebrated on?

➖ March 8


🔸 Boundary line between India and China is called?

➖ McMohan Line


🔸 Which country is known as Sugar Bowl of the World?

➖ Cuba

জুন ০৫, ২০২১

Mock Test For WBP Railway Group w

Quiz Application

you'll have 15 second to answer each question.

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: