সমস্ত সরকারি চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
WBP , KP ,Rail ,SSC
1. পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়? ✳️কেন্দ্রে
2. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শরীরে শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? ✳️ রাসায়নিক
3. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত? ✳️ কারাকোরাম
4. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ✳️ অন্ধপ্রদেশ
5. ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত কী নামে পরিচিত ?✳️ ম্যাকমোহন লাইন
6. সাদা হাতির দেশ নামে পরিচিত কোন দেশ? ✳️ থাইল্যান্ড
7. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ? ✳️ দয়া নন্দ সরস্বতী
8. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল ? ✳️1951 খ্রিস্টাব্দে
9. রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা যায় না? ✳️ অর্থ বিল
10. তাজমহলের প্রধান স্থপতি কে ? ✳️উস্তাদ ঈসা
11. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ✳️ চিলকা হদ
12. রাজ্যের অর্থ কমিশন গঠন করেন কে?✳️ রাজ্যপাল
13. পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল কোনটি? ✳️ চা
14. রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে কে ? ✳️ লোকসভার স্পিকার
15. সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত?✳️ কারাকোরাম
16. জাপানের সংসদ কী নামে পরিচিত?✳️ ডায়েট
17. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? ✳️ দামোদর
18. পশ্চিমবঙ্গ ক্ষুদ্রতম জেলা কোনটি ?✳️কলকাতা
19. পশ্চিমবঙ্গ থেকে হওয়া ভারতের প্রথম রাষ্টপতির নাম কী?✳️ প্রণব মুখার্জি
20. মৌলিক অধিকার কে রদ করতে পারেন?✳️ রাষ্ট্রপতি
✅আমাদের টেলিগ্রাম চ্যানেল Click here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন