✳️চলিত ভাষা কাকে বলে এর বৈশিষ্ট্য গুলি লেখো?
✅ উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কলকাতা তথা ভাগীরথী তীরবর্তী অঞ্চলে মানুষের মুখের ভাষা কে কেন্দ্র করে গড়ে ওঠা যে ভাষা টি সাহিত্যের প্রধান মাধ্যম হয়ে ওঠে তাকে চলিত ভাষা বলে।
বস্তুত চলিত ভাষার সাহিত্যিক গ্রুপে প্রথম প্রকাশ ঘটে প্যারীচাঁদ মিত্রের "আলালের ঘরের দুলাল" উপন্যাস 1858 খ্রিস্টাব্দে , এরপর কালীপ্রসন্ন সিংহের "হুতুম প্যাঁচার নকশা" গ্রন্থের 1864 সালে । তবে গদ্য ভাষার চলিত গদ্যের সার্থক প্রয়োগ ঘটান তিনি হলেন প্রমথ চৌধুরী।
☀️ বৈশিষ্ট্য
1. চলিত ভাষায় সংস্কৃত অনুসারে তৎসম তদ্ভব ও সমাস ও সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার কম দেখা যায়।
2. চলিত ভাষায় ক্রিয়ার পদে এর সংক্ষিপ্ত রূপ এর ব্যবহার দেখা যায় ।যেমন উপবেশন করা থেকে বসা।
3. চলিত ভাষায় সর্বনাম এর সংক্ষিপ্ত রূপ এর ব্যবহার দেখা যায় যেমন তাহাদের থেকে তাদের।
4. চলিত ভাষায় বাক্য গঠনের ক্ষেত্রে সুনির্দিষ্ট রীতি মেনে চলা হয় না।
5. চলিত ভাষায় আঞ্চলিক শব্দ প্রবাদ-প্রবচন এমনকি লোকের শব্দের ব্যবহার দেখা যায় যেমন গাছে কাঁঠাল গোঁফে তেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন